• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

প্রথম আলোর সাংবাদিক উজ্জ্বল মেহেদীর মোটরসাইকেল চুরি

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০১৭

স্টাফ রিপোর্টার
নগরীর পাঠানটুলা এলাকায় পূবালী ব্যাংকের সামনে থেকে প্রথম আলোর সিলেটের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদীর মোটরসাইকেলটি চুরি হয়েছে।  বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মহানগর পুলিশের জালালাবাদ থানাসহ কোতোয়ালি থানার পুলিশের দুটো দল ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষনিক সন্ধান তৎপরতা চালিয়েও চুরি হওয়া মোটরসাইকেলের কোনো খোঁজ পায়নি। এ ঘটনায় রাতে মহানগর পুলিশের জালালাবাদ থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে।
উজ্জ্বল মেহেদী জানান, দুপুর একটার দিকে তিনি পেশাগত কাজে পাঠানটুলা মোড়ে যান। পূবালী ব্যাংকের পাঠানটুলা শাখার সামনে অন্যান্য মোটরসাইকেলের সঙ্গে তিনি তাঁর লাল রঙের ১০০ সিসি হিরো হোন্ডা স্পেøনডার মোটরসাইকেলটি (ঢাকা মেট্টো-হ-৩৭-৮৬০৫) লক করে রেখে পূবালী ব্যাংকে যান। সেখানে মাছরাঙা টেলিভিশন সিলেটের ব্যুরোপ্রধান ও স্থানীয় একটি পত্রিকার ফটোসাংবাদিক মিঠু দাসকে নিয়ে বের হয়ে দেখেন তাঁর মাটরসাইকেল নেই। সহকর্মী সাংবাদিকেরা তাৎক্ষনিক পুলিশকে জানালে জালালাবাদ ও কোতোয়ালি থানার টহল পুলিশের দুটো দল ঘটনাস্থলে গিয়ে চুরির সত্যতা পায়। তবে তাৎক্ষনিক খোঁজখবর করেও চুরি হওয়া মোটরসাইকেলের কোনো সন্ধান পায়নি।
যোগাযোগ করলে কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) নুরুল হুদা আশরাফী জানান, মোটরসাইকেলসহ চোরকে ধরতে পুলিশের একাধিক দল মাঠে তৎপরতা চালিয়েছে। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, নগরীর বিভিন্ন নিরাপত্তা চৌকিতে মোটরসাইকলের বিবরণসহ তথ্য পাঠানো হয়েছে। এ ছাড়া, নগরের বাইরেও এ ব্যাপারে তৎপরতা চালানো হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকালে পুলিশের কাছে এলাকাবাসীরা জানান, পাঠানটুলা মোড় এলাকা জালালাবাদ, কোতোয়ালি ও বিমানবন্দর থানার অধীন হওয়ায় তিনটি থানার টহল পুলিশ নিয়মিত টহলে থাকে। এরপরও ঘটনাস্থল থেকে প্রায়ই মোটরসাইকেল চুরি হয়। এ ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষসহ আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানকে পুলিশের পক্ষ থেকে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের পরামর্শ দেওয়া হলেও ব্যাংকসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না।
যোগাযোগ করলে পূবালী ব্যাংকের পাঠানটুলা শাখার ব্যবস্থাপক মো. শফিক উদ্দিন ভূইয়া বলেন, সিসি ক্যামেরা বসানোর বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাঠানটুলা মোড়ে নিয়মিত পুলিশ টহল থাকার পরও একের পর এক মোটরসাইকেল চুরি হওয়ার বিষয়টি সত্যিই উদ্বেগের।