• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নিহত ২ জঙ্গি , অভিযান চলবে : সেনাবাহিনী

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২৬, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক ::::  শিববাড়িতে জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযানে ২ জঙ্গি নিহত হয়েছে। এখনো ভেতরে অনেক জঙ্গি আছে। রোববার বিকেল সাড়ে ৫টায় ব্রিফিং করে জানিয়েছে সেনাবাহিনী। এর আগে শনিবার বিকেলে প্রথম দফা ব্রিফিং করেছিল অভিযানের নেতৃত্বে থাকা সেনাবাহিনী।
সেনা সদর দপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান পাঠানপাড়া জামে মসজিদের কাছে ব্রিফিংয়ে বলেন, “ভেতরে থাকা জঙ্গিরা খুবই দুর্ধর্ষ, কৌশলী আর দক্ষ। আমাদের দিকে একাধিক গ্রেনেড চার্জ করেছে। আমরা একটা গ্রেনেড ছুঁড়ে দিয়েছিলাম তারা সেটি ধরে আবার ব্যাক করেছে।”
তিনি বলেন, “আমরা রকেট লাঞ্চার নিয়ে এসেছি, টিয়ার শেল মারার পর তারা ছুটোছুটি শুরু করে। ভেতরে অন্তত দুজন পুরুষের লাশ পড়ে থাকতে দেখছি। তবে আরও একাধিক জঙ্গি ভেতরেই আছে।”
“যে দুজন জঙ্গির গুলি লেগেছে তারা নিজেরাই সুইসাইড ভেস্ট পরে সুইসাইড করেছে”, যোগ করেন তিনি।
তিনি বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ছিল, ভেতরে জিম্মি থাকা বাড়িটির বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদে বাইরে নিয়ে আসা। আমরা সেটি সফলভাবে করতে পেরেছি। এখনকার লক্ষ্য হচ্ছে, অভিযান পরিচালনাকারী নিজেদের সদস্যদের নিরাপদে রেখে জঙ্গি নির্মূল করা।
“জঙ্গিরা পুরো ভবনের বিভিন্ন স্থানে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস- আইইডি) পেতে রেখেছে। ফলে ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ থাকায় অভিযান চালানো কঠিন হয়ে পড়েছে। সতর্কভাবে এগোতে হচ্ছে, অভিযানও শেষ করতে সময় লাগছে।”
জঙ্গিদের পরিচয় সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা আমাদের বিষয় না, পরবর্তী সময়ে তদন্ত যারা করবেন, তারা বিষয়টি দেখবেন।’
ভেতরে কোনও নারী জঙ্গি আছে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, ‘সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
অভিযান কবে নাগাদ শেষ হবে জানতে চাইলে ফখরুল আহসান বলেন, “অভিযান কখন শেষ করা যাবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।”