• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

রাজাকারের প্রশ্নে নিরব আর দুর্নীতিবাজকে রক্ষায় সরব দলকে ক্ষমতার বাইরে রাখাই বাঞ্চনীয় : তথ্যমন্ত্রী

প্রকাশিত মার্চ ২, ২০১৮
রাজাকারের প্রশ্নে নিরব আর দুর্নীতিবাজকে রক্ষায় সরব দলকে ক্ষমতার বাইরে রাখাই বাঞ্চনীয় : তথ্যমন্ত্রী

সিলেট সুরমা ডেস্ক : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নেতৃবৃন্দ রাজাকার পরিহারে নিরবতা পালন করছে, আর দুর্নীতিবাজ খালেদাকে মুক্তির ব্যাপারে সরব হয়েছে। এরকম পরিস্থিতি গণতন্ত্রের জন্য বিপদজনক। তিনি বলেন, ‘যে দল রাজাকার প্রশ্নের নিরবতা পালন করে, দুর্নীতিবাজকে রক্ষায় সরব থাকে সে দলকে ক্ষমতার বাইরে রাখাই বাঞ্চনীয়’। শুক্রবার সকালে কুষ্টিয়ার স্থানীয় একটি এনজিও’র মিলনায়তনে কবি জিয়াউর রহমানের লেখা ‘বিবর্ণ’, ‘দাস’ ও ‘দুঃখ বিলাস’ এই তিনটি বই’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, কবি জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।২ মার্চ ২০১৮ (বাসস)