ঢাকা ২৬শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৫
সিলেট সুরমা ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মঙ্গলবারের ম্যাচে সাকিব-আল-হাসানের দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্সে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। দলের বিপদে ব্যাট হাতে ৩২ বলে ৩৫ রান, এরপর বল হাতে ৪ ওভারে ৩৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তাও আবার দুর্দান্ত খেলতে থাকা পার্থিব প্যাটেল ও ভিরাট কোহলি ছিল তার শিকার। টাইগার অলরাউন্ডারের এমন দুর্দান্ত পারফরমেন্সে হায়দ্রাবাদ জিতেছে মাত্র ৫ রানের ব্যবধানে।ম্যাচ শেষে হায়দ্রাবাদের মেন্টর ভিভিএস লক্ষণ জানিয়েছেন, হায়দ্রাবাদের বোলারদের মধ্যে সবচেয়ে আন্ডাররেটেড ও দায়িত্ববান খেলোয়াড় সাকিব। এই অলরাউন্ডারকে প্রশংসায় ভাসিয়ে লক্ষণ বলেন, ‘সাকিব সবসময়ই আন্ডাররেটেড। সে অনেক ঠান্ডা মেজাজের। সে প্রায়ই দুটি করে উইকেট নিচ্ছে, রান চেক দিচ্ছে। আমি মনে করি আমাদের বোলারদের মধ্যে সেই সবচেয়ে আন্ডাররেটেড।’ হায়দ্রাবাদের প্রত্যেক বোলারকেই আক্রমণাত্মক মনে লক্ষণ। বিশেষ করে লেগ স্পিনার রশিদ খানের কথা উল্লেখ করেছেন তিনি। টুর্নামেন্ট শুরুর আগেই ভিলিয়ার্স আর কোহলির উইকেট নেয়ার ইচ্ছা পোষণ করেছিলেন রশিদ।বেঙ্গালুরুর বিপক্ষে সেই আশা পূর্ণ হয়েছে রশিদের। উইকেট নিয়েছেন ভিলিয়ার্সের। এই প্রসঙ্গে লক্ষণ বলেছেন, ‘আমাদের পাঁচজনই অ্যাটাকিং বোলার। এটা আমাদের প্লাস পয়েন্ট। রশিদ অবশ্যই ভালো। টুর্নামেন্ট শুরুর আগেই সে বলেছিলো এবি আর কোহলির উইকেট নিতে চায় সে। আজ এবির উইকেটটা নিয়েছে।’
উপদেষ্টা সম্পাদক : ওয়াহিদুর রহমান
সম্পাদক ও প্রকাশক মো. নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক : আমিনুল ইসলাম রোকন
সহযোগী সম্পাদক : জয় চৌধুরী
ব্যবস্থাপনা সম্পাদক : আর কে চৌধুরী
সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০৮২১-৭১১০৬৯,
মোবাইল : (নির্বাহী সম্পাদক-০১৭১৫-৭৫৬৭১০ )
০১৬১১-৪০৫০০১-২(বার্তা),
০১৬১১-৪০৫০০৩(বিজ্ঞাপন), ইমেইল : www.sylhetsurma2011@gmail.com
ওয়েব : www.sylhetsurma.com
Design and developed by ওয়েব হোম বিডি