• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

২৪ নং ওয়ার্ডকে আধুনিক ওয়ার্ডে রূপান্তর করতে চান কাউন্সিলর প্রার্থী সুহিন

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ৬, ২০১৮
২৪ নং ওয়ার্ডকে আধুনিক ওয়ার্ডে রূপান্তর  করতে চান কাউন্সিলর প্রার্থী সুহিন

সিলেট সুরমা ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাজী হুমায়ুন কবীর সুহিন । তেরোরতন আবাসিক এলাকার ৪৩/এ রোডের ২৭ নং মনাফ মঞ্জিলের মরহুম হেলাল আহমদ রানার পুত্র হুমায়ুন কবীর সুহিন ১৯৮৩ ইং সালের ৮ জুন জন্মগ্রহন করেন। সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহনকারী হুমায়ুন কবীর সুহিন বলেন, বিগত ৫ বছরে ২৪ নং ওয়ার্ডের ভেতরে উন্নয়নমুলক কাজ বলতে কিছুই হয়নি। বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থাকা হুমায়ুন কবীর সুহিন ২৪ নং ওয়ার্ডের সাধারণ মানুষের ভালবাসা ও অনুপ্রেরণায় নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন। ২৪ নং ওয়ার্ডের গাজী হযঃ বুরহান উদ্দিন রহঃ এর মাজার ও মসজিদ ছাড়া ওয়ার্ডের অভ্যান্তরে আর কোনো কাজ হয়নি বলে দাবী করেন তিনি। তিনি আরো বলেন, সোডিয়াম আলো থেকে বঞ্চিত অনেক পাড়া মহল্লায় ছিনতাই চুরি সংঘটিত হচ্ছে। ওয়ার্ডে ভেতরে বিভিন্ন স্থানে দেখা দেয় জলাবদ্ধতা। সাদারপাড়া তেরোরতন পশ্চিম, সৈদানীবাগ,কুশিঘাট এলাকার ভেতরে জলাবদ্ধতার হার বেশি। এ ছাড়া ওয়ার্ডে সমস্যার কমতি নেই জানিয়ে বলেন,ডাস্টবিন না থাকার কারণে ময়লা আবর্জনা যত্রথত্র মানুষ ফেলে দেয়। এতে দুর্গন্ধসহ এলাকার স্বাভাবিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তিনি বলেন, নির্বাচিত হলে ওয়ার্ডের কাঙ্খিত উন্নয়ন ও সেবার মান বৃদ্ধি করবেন। অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত ২৪নং ওয়ার্ডকে সিলেট সিটির সবচেয়ে উন্নত, আধুনিক ও ডিজিটাল ওয়ার্ডে রূপান্তর এবং মডেল ওয়ার্ড হিসেবে গঠন করবেন। ওয়ার্ডবাসীর মধ্যে পারস্পরিক ¯েœহ-মমতা, সৌহার্দ্য ও আন্তরিকতা বৃদ্ধি,সামাজিক অবক্ষয়রোধ, মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা ওয়ার্ডবাসীকে নিরাপদ রাখা, সন্ত্রাস ও ইভটিজিং প্রতিরোধ, সকল ধর্মাবলম্ভীর মধ্যে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে নৈতিক অবক্ষয় রোধ এবং সমাজে কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এলাকার মুরব্বি, সকল ধর্মের ধর্মীয় প্রধান, যুব সমাজ, ক্লাব ও সামাজিক সংগঠনের সমন্বয়ে কমিটি গঠন করা। সঠিক কর্মপরিকল্পনার মাধ্যমে রাস্তা-ঘাট তৈরী ও মেরামত, নিরাপদ পানির ব্যবস্থা করণ, জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ, রাস্তায় পর্যাপ্ত বাতির ব্যবস্থা করণ ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা। গরীর অসহায় রোগী, প্রসূতি মা ও নবজাতক শিশুদের জন্য কাউন্সিলর কার্যালয়ের উদ্যোগে ফ্রি ফ্রাইডে ক্লিনিক চালু করা। সময়ের প্রেক্ষপটে ওয়ার্ড ও ওয়ার্ডবাসীর সার্বিক কল্যাণের জন্য প্রয়োজন বোধে যে কোন ধরণের পদক্ষেপ গ্রহণ করবেন তিনি।