• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ওবায়দুল কাদের জানতে চান বিএনপি কি পাগলা কুকুর?

প্রকাশিত আগস্ট ১১, ২০১৮
ওবায়দুল কাদের জানতে চান বিএনপি কি পাগলা কুকুর?

সিলেট সুরমা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগের সৃষ্টি হয়। আমি জানতে চাই বিএনপি কি পাগলা কুকুর?

শনিবার (১১ আগস্ট) রাজধানীর কাওলায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ পরিদর্শন করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি পাল্টা এ প্রশ্ন করেন।

বিএনপি নয় বছরে নয়টা মিনিট রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে পারেনি উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, কোটার ওপর ভর করে থাকতে পারেনি, ছাত্রছাত্রীদের ওপর ভর করে থাকতে পারেনি, নিরাপদ সড়কের ওপর ভর সেখানেও ব্যর্থ, অবশেষে বিদেশিদের কাছে নালিশ করা শুরু করেছে। আজকে ফখরুল সাহেব বেপরোয়া ড্রাইভারের মতো বেপরোয়া হয়ে গেছেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক সংঘাতে কোনো প্রজেক্টের কাজ বন্ধ থাকবে না। প্রজেক্ট প্রজেক্টের পথে চলতে থাকবে। এখানে কোনো রাজনীতি নেই। এখানে যারা রাজনীতি করে তারা দেশকে ভালোবাসে না। সরকার আসবে, সরকার যাবে তাই বলে কি কাজ থাকবে না। এই কাজ তো থাকবেই। আওয়ামী লীগ এবার না আসলে এ কাজ শেষ থাকবে না? এই কাজ তো দেশের কাজ।