• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

উন্নয়ন বঞ্চিত এ আসনের ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই’ : মো. দিলওয়ার

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০১৮
উন্নয়ন বঞ্চিত এ আসনের ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই’ : মো. দিলওয়ার

সিলেট সুরমা ডেস্ক :: আগামী ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের মধ্য সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের জনগণ একটি পরিবর্তন আশা করে উল্লেখ করে এ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মো. দিলওয়ার হোসাইন বলেছেন, ‘স্বাধীনতার পর থেকে গত ৪৭ বছরে এ অঞ্চলের মানুষ বঞ্চিত, অবহেলিত ছিল এবং দুর্নীতির কারণে এলাকার মানুষের সব সম্ভাবনাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবারের নির্বাচনে এ আসনের জনগণ পরিবর্তন চায়। আমরা বেকারদের কর্মসংস্থান, উন্নয়নসহ এ আসনের তিন উপজেলায় ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে সকল প্রকার দুর্নীতির মুলোৎপাটন করতে চাই।’

এ কারণে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

শনিবার সকাল থেকে রাত পর্যন্ত ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকে ভোট চেয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলায় ফেঞ্চুগঞ্জ সদর, উত্তর কুশিয়ারা, কটালপুর বাজার এলাকায় ব্যপক গণসংযোগ করেন এবং পথসভায় বক্তব্য রাখেন। এছাড়া দক্ষিণ সুরমা উপজেলার হাজীগঞ্জ মাদ্রাসা বাজার, মোগলাবাজার, খালের মুখ বাজার, বৈরাগী বাজার, করীমপুর ও জালালপুর এলাকায় গণসংযোগেও যোগ দেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখা শিক্ষা বিষয়ক সম্পাদক বালাগঞ্জ উজেলার ভাইস চেয়ারম্যান সৈয়দ আলী আজগর, খেলাফত মজলিস সিলেট জেলা অফিস সম্পাদক মাওলানা আশিকুর রহমান, খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার নির্বাহী সদস্য মাওলানা সালেহ আহমদ,খেলাফত মজলিস সিলেট জেলা শাখার নির্বাহী সদস্য মাওলানা সালেহ আহমদ, খেলাফত মজলিস ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল খালিক, বালাগঞ্জ খেলাফত মজলিস সহ-সভাপতি হোসাইন আহমদ মিসবাহ, খেলাফত মজলিস ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক মাস্টার হোসেন আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা খেলাফত মজলিস নেতা আব্দুর রহমান, ০৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন সভাপতি মাওলানা রেদওয়ান আহমদ, সাধারন সম্পাদক মাওলানা মালেক আহমদ, সাংগঠনিক সম্পাদক বুরহান আহমদ, খেলাফত মজলিস মাইজগাও ইউনিয়ন সভাপতি হাফিজ সাইদুল ইসলাম, ১নং ইউনিয়ন এর সাধারন সম্পাদক জামিল আহমদ, খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলার সহ- সাধারন সম্পাদক আবু সুলেমান, খেলাফত মজলিস নেতা মিনহাজ আহমদ, হোসেন আহমদ, রিয়জ উদ্দীন, সাবুদ্দীন, আদিল আহমদ, মোস্তাক আহমদ, আনোয়ার হোসেন, জয়নাল হাজারী প্রমুখ।