• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ভারতীয় পাইলটের মুক্তি চান ফাতিমা ভুট্টো

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০১৯
ভারতীয় পাইলটের মুক্তি চান ফাতিমা ভুট্টো

সিলেট সুরমা ডেস্ক : ইসলামাবাদে পাকিস্তানী সেনা হেফাজতে থাকা ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে সুস্থ শরীরে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোর নাতনি ফাতিমা ভুট্টো।

প্রধানমন্ত্রী ইমরান খানকে তিনি বলেন, সুস্থ শরীরে যত তাড়াতাড়ি সম্ভব ওই ভারতীয় জওয়ানকে ফিরিয়ে দেওয়া হোক। আর তার মাধ্যমে বার্তা দেওয়া হোক, শান্তি ও মানবতাকে মর্যাদা দিতে চায় পাকিস্তান। এ ব্যাপারে পাকিস্তানের সরকার নাগরিকদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।

‘দ্য নিউইয়র্ক টাইমস’-এ প্রকাশিত তার উত্তর সম্পাদকীয়তে ফাতিমা লিখেছেন, ‘আমি ও আমার মতো পাকিস্তানের তরুণ প্রজন্মের অনেকেই ওই ভারতীয় পাইলটকে অবিলম্বে ভারতে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। সুস্থ শরীরে ওকে ফিরিয়ে দেওয়া হোক। আর এই ভাবেই শান্তি ও মানবাধিকার রক্ষার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতিকে মর্যাদা দেওয়া হোক।’

বুধবার ভারতীয় বায়ুসেনার একটি ‘মিগ-২১’ বিমান ভেঙে পড়ার পর প্যারাসুটে চেপে ঝাঁপ দেন পাইলট উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। কিন্তু তিনি গিয়ে নামেন নিয়ন্ত্রণরেখায়।