• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সিলেটে টার্কিশ শিক্ষা মেলা শনিবার

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২২, ২০১৯
সিলেটে টার্কিশ শিক্ষা মেলা শনিবার

সিলেটে টার্কিশ শিক্ষা মেলা শনিবার

সিলেট সুরমা ডেস্ক :  তুরস্কের নামীদামী কয়েকটি ইউনিভার্সিটির অংশগ্রহণে সিলেটে টার্কিশ শিক্ষা মেলার আয়োজন করা হয়েছে।   তুরস্কে উচ্চশিক্ষা ও বাংলাদেশ কমিউনিটি গঠনের উদ্যোগ এডুলিংক বাংলাদেশ ও টার্কিশ এডুকেশন সেন্টারের যৌথ উদ্যোগে এবং তুরস্কের অর্থ মন্ত্রনালয়ের সহায়তায় স্টাডি ইন টার্কি নামে এ শিক্ষা মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।    ২৩ মার্চ সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপশহরস্থ হোটেল রোজভিউয়ে দিনব্যাপী এ মেলায় তুরস্কের ৭টি ইউনিভার্সিটি অংশ নিচ্ছে।     মেলার আয়োজকরা জানান, তুরস্কের অনেক নামীদামি ইউনিবার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য নানা সুযোগ -সুবিধা দিয়ে আসছে। বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদানসহ কম খরছে ইউরোপীয়ান ডিগ্রী অর্জনের সহায়তা প্রদান করছে তারা । মেলার আয়োজক প্রতিষ্ঠান এডুলিংকের চেয়ারম্যান সাদিকুর রহমান জানান, তুরস্কের ইউনিভার্সিটিগুলো ওয়াল্ড রেংকিংয়ে অনেক এগিয়ে।    ইউরোপের অন্যান্য ইউনিভার্সিটিগুলোর শিক্ষা খরচও অনেক কম।    তুরস্কে বাংলাদেশী ছাত্র ও পেশাজীবী কমিউনিটি গড়ে তুলতে বাংলাদেশে একমাত্র এডুলিংক বিভিন্ন শিক্ষা ও সেবামুলক কার্যক্রম হাতে নিয়েছে জানিয়ে সাদিক জানান, বিশেষ করে মুসলিম দেশ হিসেবে তুরস্ক বাংলাদেশের প্রতি যে ভ্রাতৃত্ত্বসুলভ সস্পর্ক বজায় রাখার উদ্যেগ নিয়েছে তা সফলভাবে প্রতিষ্টা করার জন্য বাংলাদেশী যোগ্য প্রতিনিধিত্ব গড়ে তুলতে হবে তুরস্কে উচ্চশিক্ষার মাধ্যমে। এতে করে যেমন বাংলাদেশী শিক্ষার্থীরা ইউরোপীয়ান সার্টিফিকেটধারী হবে ঠিক তেমনি বাংলাদেশের সাথে তুরস্কের আর্থ সামাজিক সম্পর্ক আরো দৃঢ় হবে।