• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

২৬ নং ওয়ার্ডে হত-দরিদ্রদের মধ্যে সিসিকের মশারী বিতরণ

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ১১, ২০১৯
২৬ নং ওয়ার্ডে হত-দরিদ্রদের মধ্যে সিসিকের মশারী বিতরণ

সিলেট সিটি কর্পোরেশন ও ইসলামিক রিলিফের যৌথ উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধক মশারী বিতরণ করা হয়েছে। শনিবার সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে এ মশারী বিতরণ করেন প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (১) ও ২৬ নং ওয়ার্ডের পরপর ২ বারের নির্বাচিত কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন। মশারী বিতরণের সময় ইসলামিক রিলিফের কর্মকর্তা ছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তৌফিক বকস্ লিপন মশারী বিতরণকালে বলেন, উচ্চবিক্ত আর মধ্যবিক্ত যারা তাদের সামর্থ রয়েছে ভালো মানের মশারী ব্যবহার করার। কিন্তু যারা হত-দরিদ্র তাদের অনেকেই টাকার অভাবে ভালো মশারী ব্যবহার করতে পারেনা। অনেকেই মশারী বিহীন অবস্থায় রাতযাপন করে থাকে। সিসিক আর ইসলামিক রিলিফের দেওয়া ডেঙ্গু প্রতিরোধক এসব মশারী শুধু গরীব আর অসহায়দের জন্য। আমি বরাবরই কষ্টে থাকা মানুষের পাশে থেকে কাজ করে আসছি। আমি ব্যক্তিগতভাবে ও অনেক দরিদ্র মানুষের সেবার ধারা অব্যাহত রেখেছি। গরীব মানুষের পাশে দাড়ানো আমার নৈতিক দায়িত্ব। তাদের ভালোবাসা আর দোয়ায় আমি ভালো কাজে উৎসাহ পেয়ে আসছি। ভবিষৎতে ও আমি তাদের পাশে আছি, পাশে থাকবো। প্রেস-বিজ্ঞপ্তি।