• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

জাফলংয়ে হামলায় ৬ জন গুরুতর আহত : মামলা দায়ের

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৯, ২০১৯
জাফলংয়ে হামলায় ৬ জন গুরুতর আহত : মামলা দায়ের

গোয়াইনঘাট উপজেলার জাফলং নয়াবস্তি গ্রামে প্রতিপক্ষের হামলায় ৬জন গুরুতর আহত হন। গত বৃহস্পতিবার বিকেল ৪টায় এই হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন- সালাম মিয়া, আলমাছ মিয়া, বেনু মিয়া, শহিদ মিয়া। জাফলং নয়াবস্তি গ্রামে জাফলং নদীর পাড়ে মো. কুটু মিয়ার বাড়ির পাশ থেকে অবৈধভাবে মেশিন দিয়ে পাথর উত্তোলন করতে গেলে বাধা দেওয়ায় আলিম উদ্দিনের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হামলা করে তাদেরকে আহত করা হয়।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানায় মো. কুটু মিয়া বাদী হয়ে ১৪জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং- ২৩ (১৮.১০.২০১৯)।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ বলেন, হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। হামলার ঘটনায় দুজন আসামীকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আসামীরা হলেন, নয়াবস্তি গ্রামের সামসু মিয়ার পুত্র আব্দুল আহাদ, জয়দল মিয়ার পুত্র জাকির মিয়া। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলে তিনি জানান। প্রেস-বিজ্ঞপ্তি।