• ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

সিলেটের পাপ্পু এবার ভারতের জয়পুরে !

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২০
সিলেটের পাপ্পু এবার ভারতের জয়পুরে !

সিলেট সুরমা ডেস্ক : এই প্রথম দেশের বাহির ৪২ কিলোমিটার ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করতে যাচ্ছে ঐতিহ্যবাহী সিলেট কদমতলীর সন্তান পাপ্পু আহমদ। আগামী ২-২.২০২০ তারিখ ভারতের রাজাস্তানের জয়পুরে অনুষ্ঠিত হবে এই দৌড় প্রতিযোগিতা। এই দৌড়ে পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিযোগির সাথে সে ও দৌড়াবে সিলেটি রানা্স কমিটি ও বিডি রানাস এর প্রতিনিধি হয়ে। তার সাথে সিলেট এর আর ৮ জন প্রতিযোগি অংশ গ্রহণ করবেন তারা হলেন সিলেট রানাস কমিটির এডমিন আরিফ আক্তারুজ্জামান। এডমিন হাসান আহমদ,কামরুল আহমদ। সে এক বছর থেকে রানিং করে দেশের বিভিন্ন জায়গায় রানিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছে।সে তার জীবনের প্রথম দৌড় শুরু করে দেশের সবচেয়ে বড় দৌড় প্রতিযোগিতা ঢাকা হ্যাফ ম্যারাথন ২০১৯ অংশগ্রহণ করে এছাড়াও মৌলভীবাজার হ্যাফ ম্যারাথন। চট্রগ্রাম মিনি ম্যারাথন।সিলেট মিনি ম্যারাথন এবং দুইটি দোয়াতলনে অংশগ্রহণ করে।প্রতিটি প্রতিযোগিতা সুন্দর অহ সফল ভাবে শেষ করে। তাই সে সবার কাছে দোয়া চায় দেশের বাহিরে তার জীবনের প্রথম দৌড় প্রতিযোগিতা যেন সুন্দর ও সফল ভাবে শেষ করে দেশের সুনাম যেন বয়ে আনতে পারে।