• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

প্যানেল মেয়র লিপন বকস্’র চেষ্টায় ৪শ পরিবার পেলো বিশেষ ওএমএস কার্ড

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ২২, ২০২০
প্যানেল মেয়র লিপন বকস্’র চেষ্টায় ৪শ পরিবার পেলো বিশেষ ওএমএস কার্ড

‘‘যার যার ঘরে থাকি করোনার প্রাদুর্ভাব রোধ করি’’ এ স্লোগানকে সামনে রেখে বর্তমান সরকার ১০ টাকা কেজি ধরে বিশেষ ওএমএস এর মাধ্যমে দরিদ্র পরিবারের মধ্যে চাল বিতরণ কার্যত্রম শুরু করেছে। সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডে ৪শ দরিদ্র পরিবার পেলো সরকারী ওএমএস এর কার্ড।

এই কার্ডের মাধ্যমে প্রত্যেক পরিবার ১০ কেজি করে চাল ১০ টাকা কেজিতে কিনতে পারবেন। বৃহস্পতিবার ২৬ নং ওয়ার্ডের কদমতলী ইয়াছিন প্লাজা ফল মার্কেটের খোলা মাটে এ কার্যক্রম শুরু হবে।

২৬ নং ওয়ার্ডের পরপর ২ বারের নির্বাচিত কাউন্সিলর ও প্যানেল মেয়র (১) তৌফিক বকস্ লিপনের ঐকান্তিক চেষ্ঠা ও কর্মতৎপরতার কারণে ৪০০ পরিবার পাবে ১০ কেজি করে চাল।

তৌফিক বকস্ লিপন বলেন, পর্যায়ক্রমে আরো পরিবার বিশেষ ওএমএস এর মাধ্যমে চাল পাবেন।

তিনি আরো বলেন, ৩ ফুট দুরত্ব বজায় রেখে প্রত্যেকে চাল কিনবেন। মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে এই সচেতনতা অত্যান্ত জরুরী।

তিনি সবাইকে এই নিয়ম ও সামাজিক দুরত্ব মেনে চলার আহবান জানান।
প্রেস-বিজ্ঞপ্তি।