• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

অসহায় পরিবারের উপর হামলা : আহত ৩

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২০
অসহায় পরিবারের উপর হামলা : আহত ৩

সিলেট জেলার কানাইঘাট উপজেলায় এক অসহায় পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে একদল দুবৃর্ত্ত। উপজেলার নিজ বড়দেশ দক্ষিণে গত ২২ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের তিনজনকে পিঠিয়ে আহত করার পাশাপাশি বসতভিটার একটি ঘর ভাঙচুর করে মাটিতে ফেলে দেয় এবং নগদ টাকা ও জিনিষপত্র লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আহতরা হলেন, বড়দেশ গ্রামের মাওলানা আবদুর নূরের স্ত্রী ফাতেমা বেগম, কন্যা মাছুমা বেগম ও ছেলে আব্দুল করিম। এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা ৪/৫জনকে অভিযুক্ত করে কানাইঘাট থানায় লিখিত অভিযোগ প্রদান করেছেন আহত ফাতেমা বেগম। অভিযুক্তরা হলেন, একই এলাকার মৃত জওয়াদ আলীর ছেলে সিরাজ উদ্দিন, আব্দুল মালিকের ছেলে ফাহাদ আহমদ, মৃত আজিজুর রহমানের ছেলে জুনায়েদ হাসান জিবান, মৃত মতছিন আলীর ছেলে রহিম উদ্দিন, এমাদ উদ্দিন, মুসলিম উদ্দিন, হাফিজ বশির আহমদের ছেলে আতিকুর রহমান, আব্দুল মালিকের ছেলে দিলশাদ, মৃত আব্দুল হান্নানের ছেলে আশুক আহমদ, মৃত আব্দুস ছাত্তারের ছেলে আজমলসহ আরো কয়েকজন। হামলার ঘটনার ৩ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহন না করায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অপরদিকে বর্তমানে হামলা ও লুটপাটের শিকার মাওলানা আবদুর নূরের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন। ভুক্তভোগিরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ ও সঠিক বিচারের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।   প্রেস-বিজ্ঞপ্তি।