• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গণহত্যা দিবস উপলক্ষ্যে কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২৬, ২০২৪
গণহত্যা দিবস উপলক্ষ্যে কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধি ::: ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সূত্রধরের পরিচালনায় গণহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন।
১৯৭১ সনের ২৫ শে মার্চের কালো রাত্রিতে পাকিস্তানী হানাদার বাহিনী কর্তৃক ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র মুক্তিকামী মানুষের উপর গণহত্যার বর্ণনা তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ফয়সাল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা হায়দার আলী, সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা ফায়ার ব্রিগেড স্টেশন কর্মকর্তা আব্দুল কাদির সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ২৫ শে মার্চের কালো রাত্রিতে বাঙালি জাতির স্বাধীনতার সংগ্রামকে দমিয়ে রাখার জন্য অপারেশন সার্চ লাইটের মাধ্যমে পাকিস্তান হানাদার বাহিনী সেদিন পূর্ব পাকিস্তানের স্বাধীনতাকামী নিরস্ত্র জনতার উপর যে গণহত্যা চালিয়ে ছিল তা পৃথিবীর ইতিহাসে এক জগন্যতম অধ্যায়। এ গণহত্যার প্রতিরোধের মধ্য দিয়ে বাঙ্গালী জাতির মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে আপামর জনতা পাকিস্তানী সামরীক জান্তার বিরোদ্ধে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ছিনিয়ে আনতে সক্ষম হন। বীর শহীদরা যে স্বপ্ন নিয়ে নিজেদের জীবন বিলিয়ে দিয়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন তাদের স্বপ্নের বাংলাদেশ আজ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। এই অর্জন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ধরে রাখতে হবে বলে বক্তারা সকলের প্রতি আহবান জানান।
এছাড়াও এ গণহত্যা দিবস উপলক্ষে উপজেলার সকল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র প্রদর্শন, সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।