• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিশিষ্ট প্রবীণ ব্যবসায়ী আব্দুল হান্নানের জানাযায় মানুষের ঢল : দাফন সম্পন্ন

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ১৯, ২০১৬

কানাইঘাট উপজেলার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হান্নানের জানাযায় নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার   সকাল ৯ টা ৪৫ মিনিটে শাহজালাল জামেয়া স্কুল প্রাঙ্গনে প্রথম জানাযা ও ২য় জানাযার নামাজ দুপুর ২ টায় কানাইঘাট দারুল উলুম দারুল হাদিস মাদ্রাসা মাঠে ও ৩য় জানাযা নামাজ কানাইঘাট মনছুরিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গঁনে অনুষ্ঠিত হয়। জানাযার নামাযে ইমামতি করেন সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী। পরে তাকে ধর্মপুর পিল্লাকান্দি নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে চিরশায়ীত করা হয়। জানাযা নামাজে সর্বস্থরের হাজারো মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ঢাকার রয়েল হাসপাতালে বাধ্যর্কজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনির বয়স হয়েছিল ৯৮ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্যা আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুম আলহাজ্ব আব্দুল হান্নান উপজেলার ধর্মপুর গ্রামের মৃত হাজী আনফর আলীর ছেলে। তিনি কিছমত হোটেল,কিছমত পরিবহন,কিছমত প্রপার্টিজ এর সত্ব্যাধিকারী ও সিলেটের বিশিষ্ঠ ব্যবসায়ী  আলহাজ্ব হেলাল আহমদের পিতা । প্রেস-বিজ্ঞপ্তি।