• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন চৌধুরীর সহধর্মিণীর ইন্তেকাল

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৪
বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন চৌধুরীর সহধর্মিণীর ইন্তেকাল

সিলেট শহরের শিবগঞ্জস্থ লামাপাড়া নিবাসী বিশিষ্ট মুরব্বী ও বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন চৌধুরীর স্ত্রী লতিফা চৌধুরী গত শুক্রবার (৫ এপ্রিল) ভোর পৌনে ৫টায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৬৭ বছর। ঐ দিন বাদ আসর দরগা মসজিদে জানাযা শেষে দরগা কবরস্থানে দাফন করা হয়। লতিফা চৌধুরী সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুলজ্ঞ এর প্রসিদ্ধ জমিদার মোফাজ্জল হোসেন চৌধুরীর মেয়ে। মরহুমার বড় ভাই জামিল চৌধুরী ফৌজদারহাট ক্যাডেট কলেজ (চট্টগ্রাম) এর ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন।  লতিফা চৌধুরী স্বামী, একপুত্র, এক কন্যা, বড় বোন ও ছোট ভাই, নাতি-নাতনী সহ অসংখ্যা আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে যান। তাঁর একমাত্র পুত্র মিনহাজ ডাচ বাংলা ব্যাংকের সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। বিভিন্ন মহল থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। বিজ্ঞপ্তি