• ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গি সমর্থনে প্রচারণা থেকে বিরত থাকুন : আইজিপি

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২১, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক:::::
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক জঙ্গি সংগঠনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হতে বিরত থাকার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন। আইজিপি একই সাথে নিজেদের পরিচিতজনদের বিরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন।
আইজিপি বলেন, এ বিষয়ে যে কোন ধরনের ব্যত্যয়ের ক্ষেত্রে প্রযোজ্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইজিপি সাম্প্রতিক সময়ে জঙ্গিবাদ বিরোধী কর্মকা-ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য দেশের সম্মানিত নাগরিকদেরকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন। আজ পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। তিনি বলেন, মুষ্টিমেয় কিছু ব্যক্তি নিজেদের জ্ঞাতে বা অজ্ঞাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের জঙ্গি কর্মকা-ের পক্ষে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্লগ, অনলাইন ও অন্যান্য যোগাযোগ মাধ্যমে লাইক, শেয়ার, পক্ষে কমেন্ট করাসহ বিভিন্ন উপায়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন, যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইন-২০১৩, সন্ত্রাস বিরোধী (সংশোধন) আইন, ২০১৩সহ দেশের অন্যান্য প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ।
পুলিশ প্রধান জঙ্গিবাদ বিরোধী কর্মকা-ে সকল শ্রেণী-পেশার নাগরিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।