• ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে রজব, ১৪৪৬ হিজরি

আসামি ‘দা’ বিক্রম গ্রেফতার

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ৩০, ২০১৬

স্টাফ রিপোর্টার ::: সিলেট নগরীর খুলিয়াপাড়ায় সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শাহানা বেগম শানুর স্বামী স্বেচ্ছাসেবক দল নেতা তাজুল ইসলাম হত্যা মামলার আসামি বিক্রম ওরফে দা বিক্রমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে কোতোয়ালী থানা পুলিশের একটি বিশেষ দল জামালপুর জেলার সরিষাবাড়ি এলাকার একটি গভীর জঙ্গল থেকে তাকে গ্রেফতার করেন কোতোয়ালী থানার সহকারি কমিশনার নূরুল হুদা আশরাফী। বিক্রম সিলেট শহরতলীর শাহপরাণ এলাকার জনকান্দি এলাকার বাসিন্দা। সে তাজুল হত্যা মামলার এজহারনামীয় আসামী। সহকারি কমিশনার আশরাফী আরও জানান- বিক্রম ওরফে দা বিক্রম জামালপুর জেলার সরিষাবাড়ি এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশের একটি বিশেষ দল সেখানে যায়। দুইদিন অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে গভীর জঙ্গল থেকে তাকে গ্রেফতার করা হয়।