• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

রিমান্ড………!

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ৫, ২০১৪

স্টাফ রিপোর্টার::::নগরীতে র‌্যাব-৯ এর অভিযানে ৩টি গাড়িসহ আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। র‌্যাব-৯ এর পক্ষে গোলাম দস্তগীর বাদী হয়ে মঙ্গলবার কোতোয়ালী থানায় মামলা করেন। মামলায় ডাঃ ফাহমি ইকবাল রাব্বীকে প্রধান আসামী করা হয়েছে।  আদালতে তাদেরকে ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানিয়েছে পুলিশ। তবে, তাদের রিমান্ড শুনানী এখনো হয়নি। নয়াসড়ক বিহঙ্গ-২২/এ আনোয়ারা মতিন ভিলার মরহুম আব্দুল মছাব্বিরের পুত্র ডাঃ ফাহমি ইকবাল রাব্বী (৩৮) ছাড়াও মামলার অপর আসামীরা হলেন-দক্ষিণ সুরমার মরহুম আব্দুল মোতালিবের পুত্র রুমেল আহমেদ (৩৫), বিমানবন্দর থানার আম্বরখানা বড়বাজারের  মোঃ ইলিয়াজুর রহমানের পুত্র মোঃ ইমাদুর রহমান রাফি (২৮) ও গোলাপগঞ্জ থানার দড়া গ্রামের মোজাহিদ আলীর পুত্র মোঃ শাহ আলম মুন্না (২৬)। মামলার তদন্তকারী কর্মকর্তা(আইও) কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার এস আই ফজলে আজিম পাটোয়ারী জানান, র‌্যাবের পক্ষ থেকে মঙ্গলবার সকালে তাদেরকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি জানান, গতকাল বিকালেই আসামীদের আদালতে চালান দেয়া হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। তাদেরকে ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আদালতের কাছে অনুমতি চেয়েছেন বলে জানান আইও। প্রসঙ্গত, গত রোববার ও সোমবার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডা: ফাহমিসহ চারজনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী তিনটি চোরাই গাড়িও উদ্ধার করা হয়। নর্থ ইস্ট মেডিকেল কলেজ অধ্যক্ষের বক্তব্য ॥ দক্ষিণ সুরমাস্থ নর্থ ইস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডা: ফাহমি ইকবাল রাব্বী ২০১৬ সালের ২৩ মার্চ তাদের মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন।