• ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

জালালাবাদে দুইপক্ষের সংঘর্ষে শতাধিক আহত

প্রকাশিত জানুয়ারি ১৭, ২০১৭

স্টাফ রিপোর্টার
সিলেটের জালালাবাদ থানার মানসীনগর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে অন্তত শতাধিক লোক আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, জমি নিয়ে মানসীনগর গ্রামের জৈন উদ্দিন (মেম্বার) ও আজমান আলী (মেম্বার) এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয় চেয়ারম্যানসহ মুরব্বিরা সালিশে সমাধানের চেষ্ঠা করেও বিরোধ মেটাতে পারেননি। সর্বশেষ মঙ্গলবার ভোরে জৈন উদ্দিনের পক্ষের লোক ও আজমান আলীর পক্ষের লোকের মধ্যে ধাওয়া পাল্টা  ধাওয়ার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় দেশিয় অস্ত্র ও ইটপাটকেলের আঘাতে উভয়পক্ষের অনন্ত শতাধিক লোক আহত হন। আহতদের মধ্যে আজমান আলী (৫০), সাদ উদ্দিন, আবরুস আলী, কাপ্তান মিয়া, কাছা মিয়া, জহুর উদ্দিন, মকবুল, কামাল, সালেহ মিয়া, জামাল মিয়া, এলাইছ মিয়া, আক্তার আলী, জামাল উদ্দিন, ঠান্ডা মিয়া, আজাদ ফয়সলের নাম পাওয়া গেছে। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোন পক্ষই এখনও অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।