• ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

আবারও মাটি চাপায় দুই শ্রমিকের মৃত্যু : আহত ২

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ১৭, ২০১৭

গোয়াইনঘাট  সংবাদদাতা :
গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ের নয়াবস্তি এলাকায় পিয়াইন নদীর তীর থেকে অবৈধভাবে গর্ত করে পাথর তুলতে গিয়ে আবারও মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন সিলেটের সদর উপজেলার জালালাবাদ থানার টুকের বাজারের রেখই মিয়ার ছেলে আকরাম হোসেন (৩৫) ও একই এলাকার আব্দুল হামিদের ছেলে লেছু মিয়া (২৫)। এ ঘটনায় আহত হয়ে রাসেল ও সাহেদ নামের আরও দুই শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে নয়াবস্তি এলাকায় একটি গর্তে এই দুর্ঘটনাটি ঘটে। গোয়াইনঘাটের থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পিয়াইন নদীর তীর থেকে অবৈধভাবে গর্ত খুড়ে পাথর উত্তোলনের সময় চারজন পাথর শ্রমিক মাটি চাপা পড়ে। এ সময় ঘটনাস্থলেই দুজন মারা যান। এঘটনায় আহত দুজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে গোয়াইনঘাটের ইউএনও মো. সালাহ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
থানার ওসি মো. দেলওয়ার হোসেন জানান পিয়াইন নদীর তীর খুড়ে পাথর উত্তোলনের সময় পার ধ্বসে মাটি চাপায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।