• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

আত্মসমর্পণের আহবানে সাড়া দিচ্ছে না জঙ্গিরা

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২৪, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : :: জুমার নামাজের পরপর সিলেট দক্ষিণ সুরমার শিববাড়ির ওই জঙ্গি আস্তানার বাইরে ফের মাইকিং শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। করা হয় আত্মসমর্পণের আহবান।
তবে কিছুতেই মিলছে না সাড়া। উল্টো ভেতর থেকে কালো জামা পরা এক যুবক আওয়াজ দিয়ে বলেছে, তোমরা শয়তানের দল। আমরা আল্লাহর পথে আছি।
পুলিশের আত্মসমর্পণের আহ্বানের পর ভবনের নিচ তলার ফ্ল্যাট থেকে চিৎকার করে এই কথা বলে সেই যুবক। পুলিশ জানাচ্ছে, ভেতরে ৫-৬ জন রয়েছেন।
শুক্রবার (২৪ মার্চ) ভোর থেকেই ওই বাড়ি ঘিরে রাখা হয়েছে। দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ির ‌ওই বাড়ির মালিকের নাম উস্তার মিয়া।
সকাল ১০টার দিকে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয় সোয়াট টিম। বিষয়টি নিশ্চিত করেন আস্ত‍ানার সামনে ডিউটিরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জানা যায়, সোয়াট টিম এলে বাকি কার্যক্রমে যাওয়া যাবে। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।