• ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

জগন্নাথপুরে গণশৌচাগার ছাত্রলীগের দখলে

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ৪, ২০১৭

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে গণশৌচাগারের জায়গায় অবৈধভাবে টিন দিয়ে ঘর নির্মাণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) পৌর শহরের পুরনো কাঠ বাজারের গণশৌচাগারের জায়গা ছাত্রলীগের কয়েকজন দখল করে ওই স্থাপনা নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তোহা চৌধুরী ও প্রচার সম্পাদক সজীব রায় গংদের নেতৃত্বে এ ঘর নির্মাণ করা হয়েছে।

সরেজমিন দেখা যায় গণশৌচাগারের সামনের জায়গায় বাঁশের খুঁটি স্থাপন করে উপরে টিন দিয়ে একটি ঘর নির্মাণ করা হয়েছে।

জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন জানান, রাতের আঁধারে গণশৌচাগার দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়েছে।

জগন্নাথপুরের ইউএনও মুহাম্মদ মাছুম বিল্লাহর সঙ্গে আলাপ হলে তিনি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।