• ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

কদমতলীতে ঘটে যাওয়া অনাকাংখিত ঘটনা আপোষে নিস্পত্তির উদ্যোগ

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ১০, ২০১৮

স্টাফ রিপোর্টার :
গত ৫ জানুয়ারী শুক্রবার দক্ষিণ সুরমার কদমতলী পয়েন্টে তৃপ্তি কনফেকশনারী স্টোরে ঘটে যাওয়া অনাকাংখিত ঘটনা অবশেষে আপোষে নিস্পত্তির জন্য উভয় পক্ষকে নিয়ে সালিশ বৈঠকের উদ্যোগ নিয়েছেন কদমতলী এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ। অচিরেই একটি নির্দিষ্ট তারিখে বসে এ ঘটনার নিস্পত্তি হবে বলে জানান এলাকার বিশিষ্টজনরা। ঐতিহ্যবাহী স্বর্ণশিখা সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এপেঃ ও মানবাধিকার কর্মী সুমন হোসেন জানান, কদমতলী একটি শান্ত ও সু-শৃংখল এলাকা। এখানে রয়েছে একের প্রতি আরেকজনের মমত্ববোধ। কদমতলী পয়েন্টের তৃপ্তি কনফেকশনারী স্টোরে তুচ্ছ কথাকাটাকাটির জেরে যে ঘটনা ঘটেছে তা অত্যান্ত দুঃখজনক। উভয় পক্ষ যেহেতেু একই এলাকার বাসিন্দা। সেহেতু ঐক্যে অটুট রাখতে এলাকার মুরব্বীয়ানরা বিষয়টি আপোষে নিস্পত্তির উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।