• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

দক্ষিণ সুরমায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ আটক ৩ 

প্রকাশিত জানুয়ারি ২১, ২০১৮

সিলেট সুরমা ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা।

আটকরা হলেন- নাজিরবাজার আদিতপুর গ্রামের মোবাশ্বের আলীর ছেলে লেবু মিয়া (২৯), একই গ্রামের মকলু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩২) ও পার্শ্ববর্তী ওসমানীনগর উপজেলার তাজপুরের আহমদ আলীর ছেলে নাঈম হোসেন (২৪)।

শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নাজিরবাজারের মুন্না হোটেল থেকে তাদের আটক করা হয়।

মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সঞ্জিত চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ওই হোটেলে অভিযান চালিয়ে জুয়ার খেলতে থাকা অবস্থায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।

দক্ষিণ সুরমা থানায় উপ-পরিদর্শক (এসআই) শশধর বিশ্বাস বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন বলে জানান এসআই সঞ্জিত চন্দ্র দাস।