• ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে নিসচা সিলেট জেলা’র সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৩১, ২০১৯
মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে নিসচা সিলেট জেলা’র সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ

জাতীয় নিরাপদ সড়ক দিবস-১৯ উপলক্ষে ‘নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার মাসব্যাপী কর্মসূচির শেষ দিন ৩১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টার সময় নগরীর শেখঘাটস্থ মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে নিসচ) সিলেট জেলা’র উদ্যোগে সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ প্রদান করেন নিসচা-সিলেট জেলা’র সভাপতি যুব সংগঠক এম.বাবর লস্কর ও সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন খান।

মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ বেগমের সভাপতিত্বে ও নিসচা সিলেট জেলা’র সাংস্কৃতিক সম্পাদক রকি দেব এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার উপদেষ্টা,সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিসচা-সিলেট জেলা’র সামাদুল ইসলাম অপু,আব্দুল হাফিজ,লিটন রায়,বিজন দাস,স্কুলের সহকারী শিক্ষক রাণী ভট্রাচার্য্য,রওশন আরা,ইলোরা আজিজ,সৈয়দা বেগম,রাজীব দেবনাথ,আনোয়ার পারভেজ,সীতা রাণী দাস ও হালিমাতুজ জোহরা সহ অন্যান্যরা প্রমূখ। নেতৃবৃন্দরা নিজ নিজ অবস্থান থেকে ট্রাফিক আইন মেনে সচেতন হয়ে সড়কে চলাচলের জন্য উদাত্ত আহব্বান জানান। প্রেস-বিজ্ঞপ্তি।