ঢাকা ৫ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১
সুরমা ডেস্ক :
বড় ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেলো ছোট ভাইয়ের । সোমবার রাত দু’টায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পূর্ব ঘোলসা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতের নাম খলিল উদ্দিন (৫০)। তিনি গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে। এ হত্যার ৪ ঘন্টার মাথায় মঙ্গলবার সকালে পুলিশ হত্যাকারী আব্দুল খালিককে (৫৩) গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
জানা গেছে, আব্দুল খালিক সোমবার রাতে পারিবারিক কলহের জের দেখিয়ে ছোটভাই খলিল উদ্দিনের বসতঘরে থাকতে যায়। রাত দু’টার সময় সে আকস্মিক খলিল উদ্দিনের স্ত্রী আম্বিয়া বেগমকে দা দিয়ে কোপাতে থাকে। এসময় স্বামী খলিল উদ্দিন স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে সে তাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে নিহতের লাশ উদ্ধার এবং হত্যাকান্ডের ৪ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে হত্যাকারীকে গ্রেফতার করে।
বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, স্বামী হত্যার ঘটনায় আহত স্ত্রী আম্বিয়া বেগম থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এবং গ্রেফতার আসামী আব্দুল খালিককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
উপদেষ্টা সম্পাদক : ওয়াহিদুর রহমান
সম্পাদক ও প্রকাশক মো. নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক : আমিনুল ইসলাম রোকন
সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০৮২১-৭১১০৬৯,
মোবাইল : (নির্বাহী সম্পাদক-০১৭১৫-৭৫৬৭১০ )
০১৬১১-৪০৫০০১-২(বার্তা),
০১৬১১-৪০৫০০৩(বিজ্ঞাপন), ইমেইল : www.sylhetsurma2011@gmail.com
ওয়েব : www.sylhetsurma.com
Design and developed by ওয়েব হোম বিডি