• ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গোয়াইনঘাটে হত্যা মামলার আসামী বাবুল ও শ্যামলকে খোঁজছে পুলিশ

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ৪, ২০১৯
গোয়াইনঘাটে হত্যা মামলার আসামী বাবুল ও শ্যামলকে খোঁজছে পুলিশ

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় গ্রামে  দু-পক্ষের সংঘর্ষে আহত গিয়াস উদ্দিন ওসমানী হাসপাতালে মৃত্যুবরণ করায় থানায় দায়ের করা হয় হত্যা মামলা । গত ০১/০১/২০১৯ ইং তারিখ সকাল ১১ টায় এ
সংঘর্ষের ঘটনা ঘটে। গিয়াস উদ্দিনের বড় ভাই হাদারপাড় গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব উদ্দিন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান দুই আসামী হলেন, হাদারপাড় গ্রামের মৃত লেবন বিশ্বাসের ছেলে বাবুল বিশ্বাস ও শ্যামল বিশ্বাস। গোয়াইনঘাট থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল আলিম সাংবাদিকদের জানান, ভুমি সংক্রান্ত বিষয় নিয়ে গ্রামের মাওলানা শহীদ মিয়ার লোকজনের সাথে চেয়ারম্যান সাব উদ্দিনের লোকজনের সংঘর্ষের সূত্রপাত হলে বাবুল বিশ্বাস ও শ্যামল বিশ্বাস পূর্বপরিকল্পিতভাবে সংঘর্ষের সময় দুর থেকে দেশীয় অস্ত্র সুলফি দিয়ে সাব উদ্দিনের ভাই গিয়াস উদ্দিনের বুকে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। বাবুল ও শ্যামল বিশ্বাসের সাথে চেয়ারম্যানের আগে থেকে হাদারপাড় বাজারে অবস্থিত দোকানঘর নিয়ে বিরোধ চলে আসছিলো। এ বিরোধের জের ধরে দুই ভাই চেয়ারম্যান সাব উদ্দিনকে লক্ষ্য করে সুলফি দিয়ে আঘাত করতে চাইলে সেটি এসে চেয়ারম্যানের ছোট ভাইয়ের বুকে বিদ্ধ হয়। ঘাতক বাবুল ও শ্যামলকে ইতিমধ্যে গ্রেফতারের জন্য পুলিশ চারিদিকে অভিযান অব্যাহত রেখেছে। অচিরেই দুজনকে গ্রেফতার করা হবে বলে জানান এসআই আব্দুল আলিম।