• ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে রজব, ১৪৪৬ হিজরি

পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, কুখ্যাত ডাকাত হাশিম গ্রেপ্তার

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২৯, ২০২২
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, কুখ্যাত ডাকাত হাশিম গ্রেপ্তার

সিলেট সুরমা ডেস্ক : সুনামগঞ্জের জগন্নাথপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা মামলার আসামি আব্দুল হাশিমকে (৩৯) গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৬ আগস্ট) আসামিকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তার বিরুদ্ধে ডাকাতি, অপহরণসহ একাধিক মামলা রয়েছে।

হাশিম উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোনা গ্রামের মৃত ইছকন্দর আলীর ছেলে।

পু্লিশ ও মামলা সূত্রে জানা গেছে, বেশকিছু দিন ধরে হাশিম উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যায়লের ৫ম শ্রেণির এক ছাত্রীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ১৮ আগস্ট সকালে সাড়ে ৯টার দিকে ওই ছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে হাশিম। এসময় ওই স্কুল ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে হাশিম উপস্থিত সাক্ষীদের ভয়ভীতি দেখিয়ে চলে যায়।

গত বৃহস্পতিবার এ ঘটনায় জগন্নাথপুর থানায় ওই স্কুল ছাত্রীর বাবা মামলা দায়ের করেন।

পরে রাতেই থানার উপ পরিদর্শক (এসআই) জিয়া উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ হাশিমকে সিলেটের মদিনা মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘কুখ্যাত ডাকাত হাশিমের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।’