• ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিয়ানীবাজারে দাসউরা বাজারে সংঘর্ষ যুবলীগ নেতা আহত, মামলা দায়ের

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ১১, ২০১৯
বিয়ানীবাজারে দাসউরা বাজারে সংঘর্ষ যুবলীগ নেতা আহত, মামলা দায়ের

বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজার উপজেলার দাসউরা বাজারে ব্যবসায়ীদের সাথে সংঘর্ষে ১ জন যুবলীগ নেতা আহত হয়েছেন। তার নাম সায়াদ। এ ঘটনায় রাতেই আহত সায়াদ বাদী হয়ে ৬ জনকে অভিযুক্ত করে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ এলডিপি নেতা ফয়েজ উদ্দিনসহ ৩ জনকে আটক করেছে বলে জানা গেছে।
ঘটনার বিবরণে জানা যায়, স্থানীয় যুবলীগ নেতা সায়াদ সহ অন্যান্যরা দাসউরা বাজারে এলডিপি নেতা ফয়েজ উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠান এমএইচ ট্রেডিংসহ অন্যান্য মৎস্য ব্যবসায়ীদের কাছে টাকা দাবী করেন। এসময় ব্যবসায়ীরা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে যুবলীগ নেতা তাদেরকে গালিগালাজ করতে থাকেন। এতে ব্যবসায়ীদের ক্ষুব্ধ হয়ে এর প্রতিবাদ করলে উভয় পক্ষে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হন যুবলীগ নেতা সায়াদ। তখন এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা ইউপি সদস্য সমছ উদ্দিন ঘটনাস্থলে ছুটে যান। পরিস্থিতি কিছুটা শান্ত হলেও কিছুক্ষণ পর আহত যুবলীগ নেতা সায়াদ বাদী হয়ে বিয়ানীবাজার থানায় এলডিপি নেতা ফয়েজ উদ্দিনকে প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ফয়েজ উদ্দিন সহ অভিযুক্ত আরো ২ মৎস্য ব্যবসায়ীকে আটক করেছে।
এদিকে বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, স্থানীয় যুবলীগ ক্যডাররা তাদের প্রভাব ও আধিপত্য বিস্তার করে বাজারের ব্যবসায়ীদের নানা রকমের হয়রানী করে আসছে। হামলা মামলার ভয়ে অনেক ব্যবসায়ীরা তাদেরকে নিয়মিত চাদা দিয়ে আসছেন। তাদের উৎপাতে অতিষ্ট ব্যবসায়ীরা। জান মালের নিরাপত্তার কথা ভেবে কেউ প্রতিবাদ করার সাহস পান না। চাদা না দেয়ায় গতকাল যুবলীগ ক্যডারদের সাথে বাজারের ব্যবসায়ীদের এ সংঘর্ষের ঘটনা ঘটে। এখন নিরপরাধ ব্যবসায়ীদের উপর মামলা দিয়ে হয়রানী করছে তারা। সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা প্রশাসনের কাছে জোর দাবী জানান।
মামলার সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ অভিযুক্ত ৩ জনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বাকী আসামীদের ধরতে পুলিশ অভিযানে রয়েছে।