• ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হবে : মেয়র আনোয়ারুজ্জামান

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৪
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হবে : মেয়র আনোয়ারুজ্জামান

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হবে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সিসিকের সভাকক্ষে অনুষ্ঠিত মসিহ্ মুহিত হক এন্ড কোং চার্টার্ড একাউন্টেন্টস্ কর্তৃক ২০ জন কৃতি শিক্ষার্থীদের আর্থিক প্রণোদনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  তিনি আরও বলেন- বৃত্তবানদের সহযোগিতায় ঝড়ে পড়া শিক্ষার্থীরা ঘুরে দাড়ানোর সাহস পায়। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো এভাবে শিক্ষার্থীদের পাশে দাড়ালে তরুণ শিক্ষার্থীরা ভালো কিছু করতে পারেন। মেধাবীরাই আগামীর বাংলাদেশ পরিচালনা করবে। তাই তাদের সহযোগিতা করা আমাদের দায়িত্ব।   সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের ২০ জন কৃতি শিক্ষার্থীদের আর্থিক প্রণোদনা প্রদান করে মসিহ্ মুহিত হক এন্ড কোং চার্টার্ড একাউন্টেন্টস্।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার সভাপতি সি,এম কয়েস সামী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস ট্যান্সলর ড. মোহাম্মদ জামাল উদ্দিন ভূইয়া, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ইফতেখার আহমদ চৌধুরী, সাংবাদিক নজরুল ইসলাম বাসনসহ নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি