• ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জিয়া মঞ্চ সিলেট মহানগর আহবায়ক কমিটি গঠন

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৪
জিয়া মঞ্চ সিলেট মহানগর আহবায়ক কমিটি গঠন

জিয়া মঞ্চ সিলেট মহানগর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জামাল হোসেন স্বাক্ষরিত এক পত্রে মাসুদ আহমদ কবির-কে আহবায়ক, সৈয়দ রাজন আহমদ-কে সদস্য সচিব এবং কাওছার আহমদ-কে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ৮১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্যাহ ইকবাল।

এক শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা সততা ও নিষ্ঠার সাথে পালন করে যাবো। দেশ ও সমাজের যেকোন উন্নয়নমূলক কর্মকান্ডে আমরা সর্বদা আপনাদের পাশে থাকবো।