• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৪
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আয়োজনের লক্ষ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাতে ক্লাবের কার্যনির্বাহী কমিটির এক সভায় এ কমিশন গঠন করা হয়।

সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামকে প্রধান কমিশনার এবং প্রবীণ আইনজীবী মো. বদরুল আলম ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাব্বির আহমদকে সহকারী কমিশনার হিসেবে মনোনীত করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এ কমিটি আগামী ২১ কার্যদিবসের মধ্যে ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আয়োজন করবেন।

প্রেসক্লাবের সভাপতি মো. শাব্বির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবিদুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- ক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল আলীম, অফিস সম্পাদক আনোয়ার সুমন, কোষাধ্যক্ষ আলী হোসেন, তথ্য প্রযুক্তি সম্পাদক আকবর রেদওয়ান মনা, পাঠাগার সম্পাদক ফখর উদ্দিন, কার্যকরি সদস্য আব্দুল জলিল, আব্দুল হামিদ, লবীব আহমদ ও ফারুক আহমেদ।