• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেট-সুনামগঞ্জ সীমান্তে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৫
সিলেট-সুনামগঞ্জ সীমান্তে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

Manual7 Ad Code

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে আরও ২ কোটি টাকার চোরাই পণ্য, পশু, ফল ও মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনীটির ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র টহল টিম শুক্রবার দিবাগত রাত (২৫ জানুয়ারি) ও শনিবার সকালে অভিযান চালিয়ে এসব জব্দ করে।

 

 

Manual3 Ad Code

শনিবার দুপুরে বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, শ্রীপুর, সোনারহাট, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, তামাবিল, নোয়াকোট, কালাসাদেক, কারাইরাগ ও পাথরকোয়ারি বিওপি’র জোয়ানরা অভিযান পরিচালনা করে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ডালিম, কমলা, চিনি, ক্রিম, রিং গার্ড, ফেসওয়াশ, সানগ্লাস, চকলেট, ক্যান্ডি, জিলেট ব্লেড কম্বল এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করেন।

 

Manual5 Ad Code

 

এছাড়া অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করেছে বিজিবি।

 

Manual1 Ad Code

জব্দকৃত মালামালের মূল্য ২ কোটি ৭ লাখ ৫০ হাজার ৬২৫ টাকা বলে বিজিবি জানিয়েছে।

Manual3 Ad Code

 

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানান- সীমান্ত সুরক্ষা ও চোরাচালন রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

 

উল্লেখ্য, গত দিন সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে ৫ কোটি টাকার চোরাই মালামাল জব্দ করে বিজিবি।