• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

হত্যা মামলার আসামী সরোয়ারের বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারী

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ১, ২০১৫

 স্টাফ রিপোর্টার :

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার ঘরুয়া গ্রামের বাসিন্দা হত্যা মামলার আসামী সরোয়ার আলমের বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারী করেছে আদালত। সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা স্বাক্ষরিত এক আদেশে গত ৩০ জুলাই এ গ্রেফতারী পরওয়ানা জারী করা হয়। সরোয়ার আলম সামছুল হকের পুত্র। আদালতের সেরেস্তাদার সূত্রে জানা যায়, ২০১৫ ইং সালের ২৪ জানুয়ারী সিলেটের দক্ষিণ সুরমা থানায় সরোয়ারের বিরুদ্ধে ৩০২/৩৪ দন্ড বিধি ধারা ও বিস্ফোরক আইনের ৩-ক/৪/৬ ধারায় এ মামলা দায়ের করা হয়। মামলার বিবরণে জানা যায়, ২০১৫ ইং সালের ২২ জানুয়ারী দক্ষিণ সুরমার বদিকোনা প্রগতি স্কুলে সামনে জামায়াত শিবির ও বিএনপির ২০ দলীয় জোটের কর্মীরা পেট্রোল বোমা বিস্ফোরন সহ নাশকতা সৃষ্ঠি করলে সিএনজি চালক শাহজাহান আহমদ অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় হত্যা মামলা দায়ের করেন মৃত শাহজাহান আহমদ ছোট ভাই দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের তেতলী উত্তরপাড়া গ্রামের আক্তার হোসেন এর পুত্র নিজাম উদ্দিন । মামলা নং-১৪,তারিখ ২৪/০১/২০১৫ ইং।