• ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

তৃণমূল সংগঠন গোছানোর সিদ্ধান্ত বিএনপির

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২০, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক ::: তৃণমূল সংগঠন গোছানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। একইসাথে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদ জানিয়ে শিগগিরই সংবাদ সম্মেলন করবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত রাতে গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে এক নেতা জানিয়েছেন, তৃণমূল গোছানোর অংশ হিসেবে সারা দেশের জেলা ও মহানগরের অধীন ওয়ার্ডগুলোতে ১০০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হবে। তিনি জানান, কেন্দ্রীয় কমিটিতে রদবদলের কোনো সম্ভাবনা নেই। পদ শূন্য হলে যোগ্য নেতারা জায়গা পাবে। স্থায়ী কমিটির কলেবর বাড়ারও তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানান তিনি।
দলের নতুন নীতিনির্ধারকদের সাথে এ বৈঠকে স্থায়ী কমিটির ১৭ জনের মধ্যে ১১ জন উপস্থিত ছিলেন। রাত ৯টায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
গত ৬ আগস্ট ১৯ সদস্যের স্থায়ী কমিটির ১৭ জনের নাম ঘোষণা করা হয়। নতুন কমিটির সদস্যের মধ্যে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে ও আবদুল মঈন খান যুক্তরাষ্ট্রে রয়েছেন। এ ছাড়া অসুস্থতার কারণে মাহবুবুর রহমান ও এম কে আনোয়ার অনুপস্থিত ছিলেন বৈঠকে। নতুন কমিটির দুই নতুন সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দিল্লি ও সালাহউদ্দিন আহমেদ ভারতের শিলংয়ে অবস্থান করছেন।
১৯ মার্চ ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের চার মাসের অধিক সময় পর নতুন স্থায়ী কমিটি গঠনের পর এটিই প্রথম বৈঠক।