• ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

আম্বরখানায় পুলিশের ওপর হামলার ঘটনা : আটক ১০ ছাত্রলীগ নেতা-কর্মী জেল হাজতে

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২৩, ২০১৬

স্টাফ রিপোর্টার:::: সিলেট নগরীর আম্বরখানায় সোমবার রাতে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার দেখানো হয়েছে ১০ ছাত্রলীগ নেতা-কর্মীকে। তারা হচ্ছে- ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক মাসুদ কামাল সুফি, খলিলুল ইসলাম, রুবেল আহমদ, টিএম রায়হান, বিশ্বজিত দাস বিসু, শোয়েব আহমদ, জালাল উদ্দিন, শামসুর রহমান, ডালিম ও আকিল আহমদ। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী থানার সেকেন্ড অফিসার ফজলে আজিম পাটোয়ারী। তিনি জানান, মামলার এজাহারে ২০ জনের নামোল্লেখ রয়েছে। বাকি ১৫ জন অজ্ঞাত। বিমানবন্দর থানার এস আই মো: শাহীন মিয়া বাদী হয়ে মঙ্গলবার সকালে কোতয়ালী থানায় পুলিশ এসল্ট ও বিস্ফোরক আইনে ৩৫ ছাত্রলীগ নেতা-কর্মীর মামলা দায়ের করেন। মামলায় এ ১০ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। হযরত শাহজালাল(র.) এর ওরস উপলক্ষে সাময়িক বন্ধ থাকা আম্বরখানা-চৌহাট্টা সড়কে যান চলাচল নিয়ে সোমবার রাত ৯টার দিকে পুলিশের সাথে ছাত্রলীগ নেতা-কর্মীদের সংঘর্ষ বাধে। এতে ৬ পুলিশ সদস্য আহত হন। পুলিশ ৩০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।