• ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

‘রামপাল ইস্যুতে সরকারের আচরণ অনুসারে বিএনপির কর্মসূচি’

প্রকাশিত আগস্ট ৩, ২০১৫
সিলেট সুরমা অনলাইন : বাগেরহাটের রামপালে সুন্দরবনে বিদ্যুৎকেন্দ্র নিয়ে কোনো কর্মসূচি দেয়া হবে কি না, সেটি সরকারের আচেরণের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ফখরুল।
মির্জা ফখরুল বলেন,  আমরা মাঠে নেমে বিরোধিতা করব কি-না, সেটা নির্ভর করছে সরকারের আচরণের ওপর। কারণ, আমরা একটা দাবি জানিয়েছি। আমরা অপেক্ষা করব যে সরকার সেই দাবির প্রতি কীভাবে রেসপন্স করছে।
সুন্দরবনে রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে বামদলগুলোর কর্মসূচির বিষয়ে তিন বলেন, আমরা তো তাদের কর্মসূচিকে সমর্থন জানিয়েছি। আমরা সমর্থনও করছি।
বিএনপির মহাসচিব বলেন, বিদ্যুতের আরো বেশি প্রতিষ্ঠা, আরো বেশি উৎপাদন হোক, সেটা আমরা চাই। কিন্তু অবশ্যই সেটা সুন্দরবনকে ক্ষতিগ্রস্ত করে নয়। আমাদের অনেক জায়গা আছে, অনেক এলাকা আছে, অনেক বিকল্প পন্থা আছে। কিন্তু সুন্দরবনের কোনো বিকল্প নেই।