• ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কোম্পানীগঞ্জে বিষ্ফোরকসহ জামায়াত নেতা গ্রেফতার

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ৩, ২০১৪

স্টাফ রিপোর্টার::: হরতালে নাশকতার পরিকল্পনাকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ফয়জুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ আগস্ট) গভীর রাতে উপজেলার টুকেরবাজার স্টার কিন্ডারগার্টেনে বৈঠক চলাকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ১১০টি ককটেল, সহস্রাধিক লিফলেট, বিপুল সংখ্যক জিহাদি বই উদ্ধার করা হয়েছে বলে জানান কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ২০/২৫ জামায়াত নেতাকর্মী ওই কিন্ডারগার্টেনে বৈঠকে বসেছে। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ফয়জুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতার ফয়জুর রহমানের বিরুদ্ধে তিনটি নাশকতার মামলা রয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।