• ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় শুক্রবার বিদ্যুৎ থাকবে না

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক :::: জরুরী মেরামত কাজের জন্য শুক্রবার (২ সেপ্টেম্বর) সিলেট নগরীর বিভিন্ন এলাকায় সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। শেখঘাট উপকেন্দ্রের অধীনে ১১ কেভি এলাকাগুলো হচ্ছে, ঘাসিটুলা, মির্জাজাঙ্গাল, শাহজালাল ঘাট, ক্বীন ব্রীজ ও নবাব রোড। ওসমানী মেডিকেল ফিডারের আওতাধীন এলাকাগুলো হচ্ছে, মির্জাজাঙ্গাল। রামের দিঘীরপাড়, সুরমা মার্কেট, তোপখানা, লাল দীঘিরপাড়, নবাব রোড, ঘাসিটুলা, মজুমদারপাড়া, শামীমাবাদ, কানিশাইল, বেতপাড়া, কলাপাড়া, টিকরপাড়া, শেখঘাট, ক্বীন ব্রীজ, কাজিরবাজার, তেলিহাওর, তালতলা, মেডিকেল রোড, কাজলশাহ, ভাতালিয়া, কুয়ারপাড়, লামাবাজার, রিকাবীবাজার, মধুশহীদ, মুন্সীপাড়া ও সাগরদীঘিরপাড়।