• ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কমলগঞ্জে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ১৬, ২০২৪
কমলগঞ্জে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ বুলবুলকে সংবর্ধনা ও আল ফালাহ ইসলামী সোসাইটির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (১২ জুলাই) রাত ১০টায় উপজেলার মাধবপুর নোয়াগাঁও মাদ্রাসা মাঠে আল-ফালাহ্ ইসলামী সোসাইটির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সোসাইটির উপদেষ্টা মাওলানা নূরুল মুত্তাকীন জুনাইদ।

সোসাইটির সভাপতি মাওলানা হোসাইন আহমদ খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল।

বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, মাধবপুর ইউপি চেয়ারম্যান মো. আসিদ আলী, সাংবাদিক শাহীন আহমেদ, মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া। বক্তব্য রাখেন যুবলীগ নেতা আবুল বশর জিল্লুল, সাংবাদিক আসহাবুজ্জামান শাওন প্রমুখ।