• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ওসমানীনগরে ইভটিজিংয়ের শিকার সংখ্যালগু স্কুল শিক্ষিকা

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০১৬
ওসমানীনগরে ইভটিজিংয়ের শিকার সংখ্যালগু স্কুল শিক্ষিকা

         স্টাফ রিপোর্টার : সিলেটের ওসমানীনগরে ইভটিজিংয়ের শিকার হয়েছেন সংখ্যালগু এক স্কুল শিক্ষিকা। এ ঘটনায় এলাকাজুড়ে চলছে আলোচনা ও সমালোচনা। এলাকার বখাটেরা ঐ স্কুল শিক্ষিকাকে লাঞ্চিত করার চেষ্ঠা করলে এলাকার লোকজনের সহায়তায় এ যাত্রায় রক্ষা পায় ঐ স্কুল শিক্ষিকা। ভোক্তভোগির নাম শর্মিলী পাল। তিনি ওসমানীনগরের তাজপুর বাজারে অবস্থিত অক্সফোর্ড কিন্ডার গার্ডেন স্কুলের সহকারী শিক্ষিকা। প্রতিদিনের মতো গতকাল শর্মিলী পাল স্কুল ছুটির পর বিকেলে বাড়ি আসার পথে ওসমানীনগর উপজেলার বর্তমান সরকার দলীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও তাজপুর বাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সোহেল মিয়া শর্মিলী পালকে রাস্তায় একা পেয়ে টেনেহিচরে পাশ্ববর্তী জঙ্গলে নিয়ে যায়। এ সময় শর্মিলী পালকে লাঞ্চিত করার চেষ্টা করে।  শর্মিলী পাল নিজের ইজ্জ্বত বাচাঁতে চিৎকার করলে, তখন রাস্তা দিয়ে চলাচলরত লোকজন এগিয়ে আসলে সোহেল মিয়া অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায়। জানা যায় অতীতেও শর্মিলী  পালকে ধর্মান্তরিত করে বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করে আসছে উক্ত  সোহেল মিয়া। উক্ত যটনায় শর্মিলী পাল আত্মহত্যার চেষ্টা করলে তাকে উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।  বর্তমানে শর্মিলী পালের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভোগছে।