• ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটের সংবাদপত্র এজেন্টের মোটর সাইকেলে আগুন

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০১৬

স্টাফ রিপোর্টার :::: বাসার কলাপসিবল গেইটের ভেতরে রাখা দুটি মোটরসাইকেল।  দুটি মোটরসাইকেল চুরি করতে গেইটের দুটি তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে চোর দল। কিন্তু পালসার মোটর সাইকেলে হাত দিতেই সক্রিয়ভাবে হরণ দেওয়া শুরু করে মোটরসাইকেলটি। হরণের শব্দে ঘুম ভেঙ্গে যায় সিলেটের আলমগীর এন্টারপ্রাইজের পরিচালক হাফিজ উল্লাহর। কিন্তু দরজা খোলার আগেই দুটি মোটরসাইকেলে আগুন দেয় চোরেরা। ঘরের বাইরে বারান্দায় দাউ দাউ করে আগুন জ¦লতে থাকায় ভেতর থেকে বাইরে আসতে বিলম্ব হয় তাদের। এ সুযোগে চোরেরা পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে সিলেট নগরীর মিতালী আবাসিক এলাকায়। এ বাসার মালিক সিলেটের প্রাচীনতম সংবাদপত্র এজেন্ট আলমগীর এন্টারপ্রাইজের সত্বাধিকারী ইসমাইল হোসেন। ওই বাসায় বসবাস করেন তার ছোটো ভাই হাফিজ উল্লাহ।
হাফিজ উল্লাহ জানিয়েছেন, প্রতিদিনের মতো তারা বাসার কলাপসিবল গেইটে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। এ সময় তাদের একটি পালসার সহ দুটি মোটরসাইকেল বাসার গেইটের ভেতরে ছিল। ভোর রাত ৪ টার দিকে তিনি হঠাৎ মোটর সাইকেলের হরণ শুনতে পান। এ সময় তিনি দরজা খুলতে গিয়ে দেখেন বাইরে আগুন জ¦লছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বাইরে বের হন। তার আগেই দুটি মোটরসাইকেল আগুনে ভস্মীভূত হয়ে যায়। এদিকে, আগুন দেখে আশপাশের বাসার লোকজনও ছুটে আসেন। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে যান। তারা এসে দেখেন বাইরের কলাপসিবল গেইটের দুটি তালাই ভাঙ্গা রয়েছে। খবর পেয়ে সিলেটের কোতোয়ালি থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে একটি পালসার মোটর বাইক ও একটি সিডিআই মোটর বাইকসহ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এর আগেও একবার দূর্বৃত্তরা তাদের বাসায় আগুন দিয়েছিল। আলমগীর এন্টারপ্রাইজের সত্বাধিকারী হাজী ইসমাইল হোসেন জানিয়েছেন, চোরেরা কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে দুটি মোটরসাইকেল চুরি করার চেষ্টা করে। কিন্তু সয়ংক্রিয়ভাবে হরণ বেজে উঠায় আগুন দিয়ে পালিয়ে গেছে।