• ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জাময়াত শিবিরের সাথে পুলিশের সংঘর্ষে কোর্ট পয়েন্ট রণক্ষেত্র

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০১৬

স্টাফ রিপোর্টার: জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের মুক্তির দাবীতে বিক্ষোভ চলাকালে নগরীর কোর্ট পয়েন্টে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। এ সময় পুরো কোর্ট পয়েন্ট এলাকা রনক্ষেত্রে পরিণত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশের ডাক দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রোববার সকালে হঠাৎ করেই জামায়াত শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়ে বিক্ষাভ করতে থাকে। এসময় জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তির দাবী জানিয়ে নানা রকম শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তারা উশৃঙ্খল আচরণ শুরু করলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। তারা পুলিশ লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকলে পুলিশ ও পাল্টা আক্রমন করে। এক পর্যায়ে শিবিরের নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার সময় ৭ জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় ব্যবসায়ীসহ অন্তত ১৫ জন আহত হন। কোতোয়ালী থানার এএসআই ছাইম বিল্লাহ জানান, কোর্টপয়েন্টের ঘটনায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১১/১৭৩, তারিখ ০১/০৯/২০১৬ ইং। মামলায় অভিযুক্তরা হলেন, জেলা দক্ষিণ জামায়াতের আমীর নগরীর শিবগঞ্জ এলাকার মাওলানা হাবিবুর রহমান, মহানগর জামায়াতের আমীর উপশহর এলাকার এহসানুল মাহবুব জুবায়ের, মহানগর জামায়াতের ২১ নং ওয়ার্ডের সহ সাধারণ সম্পাদক ২৯/৬ ইরশাদ মঞ্জিল, জালালাবাদ আবাসিক এলাকার বাসিন্দা সুহেল আমিন চৌধুরী, মহানগর শিবিরের সভাপতি শেখঘাট এলাকার আব্দুল ওয়াদুদ টিপু, দক্ষিণ সুরমা থানা শিেিরর সেক্রেটারী দক্ষিণ সুরমা কইকুড়ী গ্রামের মো: আব্দুস শহীদ, মহানগর শিবিরের সদস্য দাড়িয়াপাড়া এলাকার এহসানুর রশীদ সাজু, মেজরটিলা এলাকার আব্দুল আলীম, উপশহরেরর নুুরুল ইসলাম প্রমুখকে।