• ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

কুমারগাঁও বাস টার্মিনালে ‘শীলংতীর ডটকম’র প্রভাব

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০১৬

স্টাফ রিপোর্টার :  নগরীর উত্তর সুরমা কুমারগাঁও বাস টার্মিনাল এলাকায় ‘শীলংতীর ডটকম’ নামে জুয়া খেলায় সর্বশান্ত হচ্ছেন পরিবহন শ্রমিকদের একাংশ। গত ২৮ আগস্ট উত্তর সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল আহবায়ক আলহাজ্ব খলিলুর রহমান এসএমপি পুলিশ কমিশনার বরাবর এক লিখিত আবেদনের মাধ্যমে জুয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণে আবেদন জানিয়েছেন। আবেদনে তিনি উল্লেখ করেন, উক্ত এলাকায় পরিবহন শ্রমিকদের মধ্যে ড্রাইভার ও হেলপাররা লোভনীয় জুয়ায় আসক্ত হয়ে পড়ছেন। এতে তাদের পারিবারিক জীবনে নেমে আসছেন ভয়াবহ বিপর্যয়। এসব শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে মালিক সমিতির বরাবরে বিভিন্ন সময়ে অভিযোগের পরিপেক্ষিতে তারা নিজ উদ্যোগে জুয়া বন্ধের প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হন। কিন্তু তাদের প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় তারা উক্ত বিষয়ে পুলিশ কমিশনার বরাবর লিখিত আবেদনের প্রেক্ষিতে প্রতিকার কামনা করেছেন। এদিকে গত রমজান মাসে কুমারগাঁও বাস টার্মিনাল সংলগ্ন জালালাবাদ থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে এসএমপির উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। কিন্তু জুয়াড়ীরা কিছুতেই তাদের কর্মকান্ড বন্ধ করছে না। তাই তারা প্রশাসনের উর্ধ্বতনের প্রতি জুয়াড়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।