• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

দক্ষিণ সুরমায় দুর্ধর্ষ ডাকাতি : মালামাল লুট

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০১৬

স্টাফ রিপোর্টার::::::
দক্ষিণ সুরমায় পরিবারের লোকজনকে মারধর ও বেঁধে ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতদল। গত শনিবার রাত আড়াই টার দিকে লালাবাজার চকরাইপুর গ্রামের গৌছ আলীর বাড়িতে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। আহত বাড়ির মালিক গৌছ আলী (৫৭) ও তার স্ত্রী আমিনা বেগমকে (৪৫) উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত গৌছ আলীর একটি পা ভেঙ্গে গেছে ও তার স্ত্রী আমিনা বেগমের মাথায় মারাত্মক রডের আঘাত রয়েছে।
গৌছ আলী জানান, গত শনিবার রাত আড়াই টার দিকে ১০/১২ জনের সশ্রস্ত্র ডাকাতদল বাড়ির প্রথমে গ্রীল কেটে শাবল দিয়ে দরজা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাত দেখে তিনি হাউক-চিৎকার করলে তাকে রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তার বাম পা ভেঙ্গে দেয়। এ সময় তার চিৎকারে অন্য রুম থেকে তার স্ত্রী আমিনা এগিয়ে আসলে তাকেও ডাকাতরা রড দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে। পরে ডাকাতদল ধীর-স্থিরভাবে পরিবারের সকলকে বেঁধে ফেলে।এক পর্যায়ে ডাকাতদল আলমীরা ও সকেস ভেঙ্গে ৪  ভরি স্বর্ণালংকার, নগদ ১০ হাজার টাকা, দামী ৫টি মোবাইলসেট ও দামী কাপড়চোপড়সহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।  রোববার সকাল ১০ টার দিকে খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।