• ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নগর জুড়ে অবৈধ পশুর হাট তৈরিতে ব্যস্ত সুবিধাভোগিরা

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০১৬

স্টাফ রিপোর্টার : :::::: ঈদ যতই ঘনিয়ে আসছে নগরীতে ততই বাড়ছে অবৈধভাবে কোরবানীর পশুর হাট বসানোর প্রস্তুতি। ইতোমধ্যে অস্থায়ী হাট বসাতে অধিকাংশ সড়ক, মহাসড়কের পাশেই বাঁশের খুঁটি স্থাপন করতে দেখা গেছে। শুধু তাই নয় প্রস্তাবিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিতেও হাট স্থাপনের চক্রান্ত চলছে। যে কারণে গত বছরের তুলনায় এ বছর সড়ক মহাসড়কের উপর কোরবানীর পশুর অবৈধ হাটের সংখ্যা বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। আর এমনটা হলে ক্ষতিগ্রস্ত হবেন সরকার থেকে ইজারা দেয়া বৈধ হাটের ইজারাদার ও মালিকগণ। যদিও সরকারি নিষেধাজ্ঞা রয়েছে সড়ক-মহাসড়কের পাশে কোন পশুর হাট বসবে না। নগরী ঘুরে দেখা গেছে, বিভিন্ন স্থানে অস্থায়ী কোরবানীর পশুর হাট বসানোর প্রস্তুতি চলছে কোথাও কোথাও এরই মধ্যে বিভিন্ন স্থান থেকে জোরপূর্বক পশুবাহী গাড়ী আটক করে পশু নিয়ে এসে হাট বসিয়ে দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে আখালিয়া বিজিবি মাঠ, শাহী ঈদগাহস্থ একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভূমি, শাহজালাল উপশহরের পয়েন্টের পাশে, চালিবন্দর ক্রীড়া উন্নয়ন ভবনের মুখ, বালুচর খেলার মাঠ, মাছিমপুর (গ্যাস অফিসের পিছন) ও মেন্দিবাগ পয়েন্ট। বিভিন্ন সূত্রে জানা যায় গেছে, এসব হাট বসানোর ক্ষেত্রে সরকারি দল ও এর অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মী যারা সবসময়ই দলের নাম ভাঙ্গিয়ে নানা সুবিধা নেওয়ার চেষ্টা করে এরাই অবৈধ কাজে যুক্ত হয়েছে। পাশাপাশি এদের সাথে রয়েছে নগরীর চিহ্নিত কিছু সন্ত্রাসী, ছিনতাইকারী ও চাঁদাবাজ। যারা ঈদকে কেন্দ্র বাড়তি আয় রোজগারের জন্য রীতিমত গড়ে তুলে একটি অপরাধী চক্র। সচেতন মহলের অনেকেই মনে করছেন পুলিশ এ ব্যাপারে আগে-ভাগেই যদি কোন ব্যবস্থা না নেয়, তাহলে নগরী জুড়ে যেমন দুর্ভোগ বাড়বে এসব হাটকে কেন্দ্র করে সংঘর্ষ, চাঁদাবাজী ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাবে। তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, রাস্তার উপর কোন পশুর হাট বসতে দেয়া হবে না। যদি বসানো হয় তবে তাদেরকে আটক করে হাট ভেঙ্গে দেয়া হবে। জেলা পুলিশ সুপারের মতবিনিময় : জেলার ১২ উপজেলার সকল কুরবানীর পশুর হাটের ইজারাদারদের সাথে মতবিনিময় করেছেন সিলেট জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। গত শনিবার সকালে জেলা পুলিশ লাইন্সের শহীদ এসপি এম.শামসুল হক মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা আয়োজনের জন্য পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়ে সভায় ইজারাদাররা কুরবানীর পশুর হাটে জাল টাকা সনাক্তকরণের মেশিন, পুলিশি নিরাপত্তার ব্যবস্থা, অবৈধভাবে গড়ে ওঠা পশুর হাট বন্ধ করাসহ সিলেটের পশুর হাটে কুরবানীর পশু আনার সময় রাস্তায় বিভিন্ন স্থানে জোর করে পশুর হাটে গরু রেখে দেয়া রোধ করার জন্য অনুরোধ করেন। সভাপতির বক্তব্যে সিলেট জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান কোরবানীর পশুর হাটে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। তিনি হাটের ইজারাদারদেরকে পুলিশি নিরাপত্তার পাশাপাশি প্রত্যেকে স্ব-উদ্যোগে স্বেচ্ছাসেবক নিয়োগ করার অনুরোধ করেন, তিনি টাকা পরিবহনে প্রয়োজনে পুলিশের সাহায্য নেয়ার পরামর্শ প্রদান করেন। এছাড়া অজ্ঞান পার্টির অপতৎপরতা রোধে হাট এলাকায় অপরিচিত পান দোকানদার, চায়ের ফেরিওয়ালাসহ বিভিন্ন অপরিচিত ব্যক্তিদের খাদ্য-দ্রব্য বিক্রির দিকে নজরদারি রাখার পরামর্শ প্রদান করেন। পশুর হাটের কারণে যাতে রাস্তায় কোন ট্রাফিক জ্যামের সৃষ্টি না হয় সেদিকে এবং যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তার জন্য আহ্বান জানান। মতবিনিময় সভায় সিলেট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।