• ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মোগলাবাজার ইউনিয়ন পরিষদের দায়িত্ব হস্তান্তর

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০১৬

সিলেট জেলা আওয়ামলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মোঃ লুৎফুর রহমান বলেছেন, সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নমুলক কার্যক্রমের মাধ্যমে দক্ষতার সাথে দেশ পরিচালনা করে যাচ্ছেন।  দেশের ভাবমূর্তি দেশ বিদেশে ছড়িয়ে পড়ছে। সেই সুনামে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রি মহল দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ কর্মকান্ড চালিয়ে দেশের সম্পদ ও জানমাল বিনষ্ট করছে। তাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণ করা জনপ্রতিনিধিদের নৈতিক দায়িত্ব। তাই জনসাধারণের কল্যাণে সকল দায়িত্বশীলদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।  এডভোকেট মোঃ লুৎফুর রহমান ৫ সেপ্টেম্বর সোমবার বিকেলে বাজার প্রাঙ্গণে মোগলাবাজার ইউনিয়ন পরিষদের দায়িত্ব হস্তান্তর ও দায়িত্ব গ্রহণ এবং বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।  পরিষদের বিদায়ী চেয়ারম্যান মাহমুদুল হক সুহেলের সভাপতিত্বে, মেম্বার সেলিম আহমদ ও সাইফুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, সিলেট এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) জেদান আল মুসা, উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফা, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা হাজী সাইফুল আলম, সাধারণ সম্পাদক হাজী রইছ আলী, ফেঞ্চুগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল, এসি মাহফুজ আলম সরকার, জনতা ব্যাংকের ডিজিএম মোঃ রিয়াজুল ইসলাম, সদর থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইস্তা মিয়া, ইউনিয়ন আ’লীগের সভাপতি শানুর মিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, দাউদপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এইচএম খলিল, সহকারী পুলিশ কমিশনার আতাউর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সারাওর আলী, সাবেক মেম্বার সোনা মিয়া, ইসাদ আলী মেম্বার, মতিউর রহমান মেম্বার, মোঃ মতিউর রহমান, দিলোয়ার মিয়া, বুরহান উদ্দিন, হামদু মিয়া, খালেদ আহমদ, রাসেল আহমদ, তেরাব আলী, রহুল ইসলাম, সুমন আহমদ, সামছুল হক, সুয়েব আহমদ, আরিফ আহমদ সুয়েজ, পাপলু আহমদ দুলাল, মুজিবুর রহমান, সুহেল হক, ইউপি সদস্য সমস উদ্দিন, আইয়ুব হোসেন, তোয়াহিদ আলী,  মকবুল হোসেন, শামীম আহমদ, শাহাব উদ্দিন, জুহেল আহমদ, আয়শা বেগম, জয়মনা বেগম, জোছনা রানী দাস প্রমুখ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলান আব্দুল বাছিত সেলিম। অনুষ্ঠানে অতিথিবৃন্দ, বিদায়ী চেয়ারম্যান এবং সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।