• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সিলেটে চোরাই অটোরিক্সাসহ গ্রেফতার

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০১৬

স্টাফ রিপোর্টার:::: সিলেটে চোরাই অটোরিক্সাসহ প্রতারকচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ উজ্জ্বল মিয়া (৪০) নকল স্বর্ণ আসল বলে চালিয়ে দেয়ার প্রতারণার কাজে জড়িত বলে জানিয়েছে পুলিশ।   মঙলবার বিকেল ৩ টার দিকে নগরীর বন্দরবাজার থেকে সিএনজি চালিত অটোরিক্সা যোগে আম্বরখানা যাওয়ার পথে দু’জন মহিলা প্রতারণার শিকার হন। দু’জন মহিলাকে বহনকারী অটোরিক্সা চালক মোঃ উজ্জ্বল মিয়া তার সহযোগী অপর দু’জনকে সুকৌশলে যাত্রীবেশে গাড়িতে উঠায়। অটোরিক্সাটি জিন্দাবাজার পয়েন্টে আসামাত্র পরিকল্পিতভাবে আগে থেকেই ফেলে রাখা একটি ব্যাগ দেখে যাত্রীবেশী একজন প্রতারক বলে যে, রাস্তায় মহিলাদের একটি ব্যাগ পড়ে আছে। তাৎক্ষনিকভাবে অটোরিক্সা চালক গাড়ীটিকে থামিয়ে কুড়িয়ে পাওয়া ব্যাগটি গাড়ীতে নিয়ে আসে। চালকসহ অপর দুই প্রতারক ব্যাগটি খুলে সেখানে একটি স্বর্ণের বার এবং কিছু টাকা পাওয়া গেছে বলে জানায়। তখন প্রতারকরা অটোরিক্সায় থাকা মহিলা যাত্রীদেরকে স্বর্ণের বারটি কিনে নেয়ার জন্য প্রস্তাব করে। লাভের আশায় মহিলা যাত্রীরা প্রতারকদের এ প্রস্তাবে রাজী হয়ে যান। একজন মহিলা তার সঙ্গে থাকা ০৫ আনা ওজনের কানের স্বর্ণের দুল এবং একটি মোবাইল ফোন দিয়ে তাৎক্ষণিক স্বর্ণের বারটি কিনে নেয়। অটোরিক্সাটি কিছুদূর যাওয়ার পর যাত্রীবেশী দু’জন প্রতারক অটোরিক্সা থেকে নেমে পড়ে। অটোরিক্সা চালক নিজেও মহিলাকে গাড়ি থেকে নামিয়ে দিতে চাইলে ওই মহিলা প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে চিৎকার শুরু করেন। তখন, মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল টহলদল মহিলার চিৎকার শুনে এগিয়ে এসে পলায়নরত প্রতারক অটোরিক্সা চালক মোঃ উজ্জ্বল মিয়া (৪০)-কে আটক করে। আটককৃত অটোরিক্সা চালক মোঃ উজ্জ্বল মিয়ার সাথে থাকা নম্বরবিহীন অটোরিক্সাটির কোন কাগজপত্র পুলিশকে দেখাতে পারেনি। পুলিশ অটোরিক্সাটি চোরাই বলে সন্দেহ করছে। এই বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।